বাড়ির ওপর দিয়ে হাঁটতে না দেয়ায় শিশুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১০:৩৮ AM , আপডেট: ১০ অক্টোবর ২০২০, ১১:২৪ AM
বরিশালের বাকেরগঞ্জে বাড়ির ওপর দিয়ে হাঁটতে না দেয়ার কারণে চার শিশুর ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এদিকে অভিযোগ প্রত্যাখান করে কোনো বিরোধ নেই বলে দাবি বাদীর স্ত্রীর।
এ ঘটনায় চার শিশুর পরিবার ও এলাকাবাসী জানায়, রুনশী গ্রামে আলোচিত ধর্ষণ মামলার বাদীপক্ষ আসামিপক্ষের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করতেন। নানা কারণে দুই পক্ষের বিবাদে অবনতি হয় সম্পর্কের। এ কারণে বাদী পক্ষকে বাড়ির ওপর দিয়ে যাতায়াতে বাধা দেয়া হয়। এ কারণে অল্প দিনের ব্যবধানে ওই বাড়ির নাবালক শিশুদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয়া হয় বলে দাবি নাবালক ৪ শিশুর স্বজন ও এলাকাবাসী।
তারা আরো জানায়, তাদের বাড়ির ওপর দিয়ে হাঁটতে না দেয়ায় এ মামলা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তবে মামলার বাদীপক্ষের দাবি তাদের কোনো বিরোধ নেই ।
ঘটনায় মামলার বাদীর স্ত্রী ও নির্যাতিতার মা বলেন, আমাদের এ রকম জমিজমা নিয়ে কোনো বিরোধ ছিল না। তারা বাঁচার জন্যে এখন নানা কথা বলছে।
বরিশালের এসপি মো. সাইফুল ইসলাম বলেন, এখানে পুলিশে যদি কোনো গাফিলতি থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে উচ্চ আদালতের নির্দেশে ৪ নাবালক শিশুকে শুক্রবার সকালে পরিবারের হাতে তুলে দেয় প্রশাসন। গত ৬ অক্টোবর তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায় ৭ অক্টোবর। আদালতের নির্দেশে একই দিন যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।