ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর প্যারোলবিহীন যাবজ্জীবন

২৭ আগস্ট ২০২০, ০৯:১২ AM

© সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলার দায়ে অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারান্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় একটি আদালত এই দণ্ড দেন। দেশটির ইতিহাসে এটাই প্রথম প্যারোলবিহীন যাবজ্জীবনের ঘটনা।

গত মার্চ মাসে দু’টি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা, আরও ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী হামলার অভিযোগ স্বীকার করে নেন টারান্ট। চলতি সপ্তাহে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদালতের শুনানিতে অংশ নেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের সবাই টারান্টের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। বিচারক টারান্টের কর্মকাণ্ডকে ‘পাশবিক’ বলে মন্তব্য করেন। এই জঘন্য অপরাধে শাস্তি দিতে কোনও দয়া দেখানো হয়নি বলে জানান তিনি। 

শুনানির শেষ দিন আদালতে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করা হয়। এছাড়া ভুক্তভোগীদের ছবি প্রদর্শন করা হয়। রায় ঘোষণার আগপর্যন্ত আদালতে কথা না বলার সিদ্ধান্তে অটল ছিলেন টারান্ট।

২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে ওই হামলা চালান টারান্ট। জুমার নামাজের সময় নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালান তিনি। হামলার ঘটনা ফেসবুক লাইভ করেন টারান্ড। হামলায় ৫১ জন নিহত হন। আহত হন ও ৪০ জন।

পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা
  • ৩০ জানুয়ারি ২০২৬
বগুড়াবাসীর দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
বুরকিনা ফাসোয় রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা ইব্রাহিম ত্রাওরোর
  • ৩০ জানুয়ারি ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১০২ ভতিচ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশ…
  • ৩০ জানুয়ারি ২০২৬