মাদক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ছাত্রদলকর্মীর মৃত্যু

  © সংগৃহীত

চট্টগ্রামের আগ্রাবাদে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে আহত হওয়ার ৫ দিন পর এক নগর ছাত্রদলকর্মীর মৃত্যু হয়েছে। নিহত মীর সাদেক অভি ওরফে অভি মীর (২৪) আগ্রাবাদের হাজিপাড়া এলাকায় থাকতেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ২ টায় চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে মারা যান মীর সাদেক অভি নামে এই ছাত্রদল কর্মী।

জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যায় মীরসহ এলাকার যুবকরা মাদক বিক্রি ও মাদক সেবনের বিরুদ্ধে এলাকায় প্রতিরোধ গড়ে তোলে। তারা কয়েকজন মাদক বিক্রেতাকে ধরতে গেলে মাদক ব্যবসায়ীরা অভিকে কয়েকটি ছুরিকাঘাত করে। অভির বুকে পিটে এবং তলপেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার দুপুরে তার অবস্থার অবনতি হলে তাকে নগরীর মেট্টোপলিটন হাসপাতালে নেয়া হয়। এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাত ২টায় অভি মারা যান।

এর আগে, আহত হওয়ার পর অভি নিজে বাদী হয়ে তার উপর হামলাকারীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।


সর্বশেষ সংবাদ