আবরার হত্যা: আসামি জিওনের ভার্চুয়াল জামিন আবেদন নামঞ্জুর

০২ জুন ২০২০, ০২:০৮ PM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যা মামলায় আসামি মো. মেফতাহুল ইসলাম জিওনের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২ জুন) রাজধানী ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।

জিওন বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক। আদালতে তার পক্ষে আইনজীবী ফারুক আহম্মেদ জামিন আবেদন জানান। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করেন।

আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, ‘আজ ভার্চুয়াল আদালতে জিওনের জামিন নিয়ে শুনানি করি। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন।’

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় আবরার ফাহাদকে রুম থেকে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর শেরে বাংলা হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন আবরার। হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। ওই ঘটনায় তার বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এজাহার বহির্ভূত ছয়জন। এরমধ্যে এজাহারভুক্ত ১৬ জন এবং এজাহার বহির্ভূত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মোট আটজন। আবরার হত্যা মামলার তিন আসামি এখনও পলাতক রয়েছেন।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬