ক্ষেতের পাট গরুতে খাওয়ায় মাদরাসা ছাত্রকে পিটিয়ে হত্যা

  © ফাইল ফটো

বরিশালের মেহেন্দীগঞ্জে গরুর ক্ষেতের পাট খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত মাদরাসাছাত্র সৌরভ খাঁ (১৫) মারা গেছে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনয়নের পশ্চিম রত্নপুর গ্রামে মারা যায় সে। গতকাল শনিবার মারামারির ঘটনায় কাজিরহাট থানায় মামলা করে নিহত সৌরভের মামা জলিল সিকদার।

এর আগে শুক্রবার গ্রামে দুইপক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে সৌরভ খাকে আহত করা হয়েছিল। করোনা সংকটের কারণে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে না পারায় বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

নিহত সৌরভের বাবা মনির খাঁ জানান, একই গ্রামের আফজাল সিকদার, কালু সিকদার, জামাল সিকদার, মজিবর হাওলাদার ও ইউপি সদস্য রুমি সিকদারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তার ছেলে মাঠে গরু বেঁধে ফিরে আসে। পরে গরু ছুটে কালু সিকদার ও আফজাল সিকদারের ক্ষেতের পাট খায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই প্রতিপক্ষরা তার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। একই ঘটনায় মফছের সিকদার (৫৫), আফছার সিকদার (৬০), সুজন সিকদার (২২), সরিমা বেগম (৩৫), সজিব সিকদার ও জলিল সিকদার আহত হন।

আহতদের পার্শ্ববর্তী মুলাদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সৌরভকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে গাড়ি ও নৌযান চলাচল বন্ধ থাকায় সৌরভকে বাড়িতে ফিরিয়ে আনে তার পরিবার। এ অবস্থায় রোববার ভোর রাতে তার মৃত্যু হয়।

কাজিরহাট থানার ওসি (তদন্ত) আ. খালেক বলেন, প্রতিপক্ষের হামলায় মাদরাসাছাত্র সৌরভের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই ঘটনায় শনিবার নিহতের মামা জলিল সিকদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মারামারির মামলা দায়ের করেছেন। ওই মামলাটিই হত্যা মামলা হিসেবে রুজু হবে। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।


সর্বশেষ সংবাদ