সালিশি বৈঠকে হামলার শিকার যুবলীগ নেতার মুত্যু

০৩ এপ্রিল ২০২০, ০২:২১ PM

© ফাইল ফটো

গ্রামের সালিশি বৈঠকে হামলার শিকার হয়ে মাহবুবুর রহমান (৩২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলের দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলের চরে এ হামলার ঘটনা ঘটে। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মাহবুবুর রহমান উপজেলার চানন্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নলের চরের আর্দশ গ্রামের কালাম ব্যাপারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে এবং চানন্দী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

চানন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল করিম মিলন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় কামাল উদ্দিনের সাথে সৌরভ নামে এক যুবকের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে বিকেলের দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে দুই পক্ষের বিরোধের জের ধরে চানন্দী ইউনিয়নের চানন্দী বাজারে এক সালিশি বৈঠক বসে। বৈঠকে দুই পক্ষের বিরোধ মিটমাট করে দেওয়া হয়। কিন্ত সালিশি বৈঠক শেষে কামলা উদ্দিন পুনরায় তার প্রতিপক্ষ সৌরভের সাথে ধাক্কাধাক্কি শুরু করে।

তিনি আরও জানান, পরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বাঁধা দিলে কামাল উদ্দিন সালিশদার এর ওপর চওড়াও হয়ে দুর্ব্যবহার করেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এগিয়ে আসলে কামাল উদ্দিন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে আক্রমণ করে বুকে বেধড়ক কিল ঘুষি দেয় । পরে স্থানীয়রা মাহবুবকে আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করবে বলে জানা যায়।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage