এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে আঙুল ভেঙে দিল দুর্বৃত্তরা

  © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী আবদুল হান্নানকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে হাত ও আঙুল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার শালীহর পূর্বপাড়ার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকালে হান্নান চলমান এসএসসি পরীক্ষার বাস্তব প্রশিক্ষণের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে ওই দিন রাতে হান্নান পৌর শহরের শ্রী শ্রী গোবিন্দ জিউর আঙিনায় কীর্তন দেখতে আসে। এ সময় একদল দুর্বৃত্ত তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় প্রায় চার কিলোমিটার দূরে শালীহর গ্রামে। সেখানে তাকে পিটিয়ে হাত ও হাতের আঙুল ভেঙে ফেলে তারা। খবর পেয়ে স্থানীয় লোকজন ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে ওই পরীক্ষার্থী সেখানে চিকিৎসাধীন।

আবদুল হান্নানের বাড়ি ঈশ্বরগঞ্জের দরীবৃ আনন্দবাজার এলাকায়। সে গৌরীপুর ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। গৌরীপুর পৌর শহরের কালীপুর এলাকায় ছাত্রমেসে থাকে।

শালীহর গ্রামের বাসিন্দা সবুজ মিয়া বলেন, রোববার রাত ১০টার দিকে আমরা গ্রামের দোকানে বসে চা খাচ্ছিলাম। তখন এক রিকশাচালক এসে বলেন শালীহর পূর্বপাড়া পুকুরপাড়ের সামনে একটা ছেলেকে মারধর করছে। পরে আমরা গ্রামাবাসী পুকুরপাড়ে গিয়ে ছেলেটিকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসিবুল আসিফ বলেন, ছেলেটির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাত ও হাতের আঙুলগুলো ভেঙে দিয়েছে। এক্সরে রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

গৌরীপুর থানার এসআই মো. মিজানুর রহমান বলেন, আমরা আহত এসএসসি পরীক্ষার্থীকে দেখতে হাসপাতালে এসেছি। কিন্তু সে কথা বলতে পারছে না। তাই কে বা কারা এ হামলা করেছে সঠিক বলা যাচ্ছে না। তবে আমরা জড়িতদের বের করার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কিনা সেটি জানতে পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

 


সর্বশেষ সংবাদ