হাবিপ্রবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ: আহত ১৫

২৯ অক্টোবর ২০১৯, ১০:৫৫ AM

© ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হবিপ্রবি) ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে স্থানীয় এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- রাহাত (২৩), আবু সাঈদ (২২), তন্ময় (২১), সগির আহম্মেদ (২১), রিয়াদ হোসেন (২১), সোয়াইদ (২৫), আতিকুর রহমান (২১), মিঠু (২১), সাব্বির (২৬),  ইমরান (২১) প্রমুখ।

সূত্র জানায়, হাবিপ্রবির শেখ রাসেল হল ও জিয়া হল ছাত্রলীগের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত রোববার বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার রাতে দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হারুনর রশিদ জানান, ‘এটি একটি দুঃখজনক ঘটনা।’ বিষয়টি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬