চিৎকার করে কাঁদলেন মিন্নির বাবা (ভিডিও)

  © সংগৃহীত

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার আয়েশা সিদ্দিকা মিন্নির প্রতি নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বাবা মোজাম্মেল হোসেন। তিনি বলেছেন, অন্যায়ভাবে মারধর করে নিকট থেকে স্বীকারোক্তী আদায় করা হচ্ছে। আদালত প্রাঙ্গনে চিৎকার এসব কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

মিন্নি নিহত রিফাত শরীফের স্ত্রী এবং মামলার প্রধান সাক্ষী। তথ্য নেয়ার কথা বলে মিন্নিকে জেরা করার পর তাকে গ্রেফতার করা অবিশ্বাস্য উল্লেখ করে তিনি বলেছেন, মামলার আসামিরা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন। 

আয়েশা সিদ্দিকা মিন্নিকে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই শুক্রবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। বরগুনা পুলিশ জানিয়েছে, মিন্নি স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির জানিয়েছেন, পাঁচদিনের রিমান্ড চাইলেও তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় সব তথ্যাদি তারা পেয়েছেন। সে কারণে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার দুদিন আগেই তারা মিন্নিকে আদালতে হাজির করেছেন। তবে স্বীকারোক্তিতে মিন্নি কী বলেছেন সে ব্যাপারে কোন তথ্য দিতে রাজি হয়নি পুলিশ ।

গত ১৬ই জুলাই মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলাটির বাদী নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ গত ১৩ই জুলাই সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, যে তার পুত্রবধূও এ হত্যাকাণ্ডে জড়িত। পুলিশ বিষয়টি আমলে নিয়ে মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে।

গত ২৬শে জুন সকালে বরগুনায় রিফাত শরীফকে তার স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঐ ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় মূল আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পরে এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভিডিও: একুশে টেলিভিশন।


সর্বশেষ সংবাদ