নুসরাতের কবর জিয়ারত করলেন ব্যারিস্টার সুমন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুন ২০১৯, ০২:৪৫ PM , আপডেট: ০৯ জুন ২০১৯, ০৩:৪২ PM
ফেনীর সোনাগাজী উপজেলার আগুনে পুড়িয়ে মারা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির কবর জিয়ারত করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। নুসরাত জাহানের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে নুসরাতের কবরও জিয়ারত করেন তিনি। সোনগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনে করা মামলার বাদী ব্যারিস্টার সুমন।
কবর জিয়ারত শেষে তিনি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান। এসময় নুসরাতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আইনি সোয়তার আশ্বাস দেন তিনি। মামলা হাইকোর্টে গেলে তিনি লড়বেন বলেও জানান।
এ সময় এই মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান নুসরাতের স্বজনরা। নুসরাতে ভাই বলেন, তিনি আমাদের আশস্ত করেছেন। এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে।
শনিবার (৮ জুন) বিকেলে ফেনীর সোনাগাজীতে নুসরাতের গ্রামের বাড়িতে যান ব্যারিস্টার সুমন। নুসরাতের কবর জিয়ারত করে স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি ওসি মোয়াজ্জেম এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন, ‘পুলিশে ডিপার্টমেন্টের অনেক সুনাম রয়েছে। আমার বিশ্বাস তিনি অল্প সময়ে মধ্যে আইনের আওতায় আসবেন। এটা ছাড়া ওনার সামনে কোন পথও নেই।’
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। বোরকা পরিহিত কয়েকজন কৌশলে তাকে ছাদে ডেকে নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে চাপ দেয়। অস্বীকৃতি জানালে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা, পৌর কাউন্সিলর মাকসুদ আলমসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ রাফি।
এর আগে ২৭ মার্চ রাফিকে নিজ কক্ষে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। এ পর্যন্ত রাফি হত্যার ঘটনায় গ্রেফতার ২২ জনের মধ্যে সিরাজ উদ্দৌলাসহ ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পিবিআই।