হাদির ওপর হামলাকারীরা পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়নি: নজরুল ইসলাম

  • ইমিগ্রেশন ডাটাবেজ চলে যাওয়ার তথ্য নেই

নজরুল ইসলাম
নজরুল ইসলাম  © সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, আসামি ফয়সাল দেশের বাইরে চলে গেছে। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, আমিও এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি। তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাই সম্ভবত সেটা থাইল্যান্ড থেকে সে দেশে আসছে। এরপরে ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী দেখা যায় তার দেশ ত্যাগের কোনো তথ্য নেই। 

এ ঘটনায় এখন কোনো মামলা হয়নি জানতে চাইলে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আমরা বাদীপক্ষের সাথে জোর প্রচেষ্টা চালাচ্ছি যে তাদেরকে দিয়ে মামলাটা করতে। তার ভাই ও নিকটাত্মীয় রোগী চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তাদেরকে বাদি করে মামলা দায়ের করতে এখনো পারিনি।

এখন পুলিশবাদী হয়ে পরিবারের সদস্যদের নিকট গিয়ে নথি স্বাক্ষর করিয়ে পুলিশ বাদি হয়ে এখন মামলা দায়ের করা হবে। জিনিসটা সুন্দরভাবে জিডি করা আছে আমরা অলরেডি এফআর ড্রাফটও করছি আজকে আমরা সিদ্ধান্ত নিছি যে তারা যদি নাই আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে এফআরটা নিয়ে ওই হাসপাতাল থেকে তাদেরকে সিগনেচার করিয়ে আনতে। যদি সিগনেচার তারা করে দেয় তাহলে আমরা পুলিশবাদী হয়ে মামলাটা রেকর্ড করে ফেলব। 

ঘটনার তদন্তে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম ওসমান হাদিকে খুব কাছে থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং চিহ্নিত ব্যক্তিকে গ্রেপ্তারে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার হতে না পারে, সেজন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে সহযোগিতায় তথ্য প্রদানকারীর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৫০ লক্ষ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, আসামি ফয়সাল দেশের বাইরে চলে গেছে। 

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, আমিও এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পাড়াপার না হয়ে যেতে পারে।  

আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাইরে আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত, অনেকগুলো সিমান রয়েছে। সেই সিমানা দিয়ে যাতে পারে এরকম তথ্য আমাদের কাছে আসে নাই। বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার অনুমতি ব্লক করা আছে।

শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল(ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫) এর মালিক মো. আব্দুল হান্নান, (৪৩)'কে গত ১৩/১২/২০২৫ খ্রি. রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে সন্দেহভাজন হিসেবে আটক করেছে র‍্যাব-২। আটককৃত হান্নানকে জিজ্ঞাসাবাদকালে উক্ত হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক নিজে বলে স্বীকার করেন, এবং প্রাথমিকভাবে কাগজপত্র যাচাই করে মোটরসাইকেলটির মালিক মো. আব্দুল হান্নান বলে জানা যায়। উক্ত ঘটনার সময় তার মোটরসাইকেলটি কে বা কারা ব্যবহার করেছে এ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভ্রান্তকর তথ্য প্রদান করেন। পরবর্তীতে তাকে এ হত্যাচেষ্টার ঘটনায় একজন সন্দেহভাজন হিসেবে থানায় সোপর্দ করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence