সিনেমাটিক স্ট্যাইলে ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নিতে পরিকল্পনা, হত্যার পর যা করল ঘাতক

১৫ নভেম্বর ২০২৫, ১১:২২ AM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ০১:২৩ PM
শামীমা আক্তার

শামীমা আক্তার © সংগৃহীত

কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। শুক্রবার সন্ধ্যায় ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নিহত আশরাফুলের বন্ধু জরেজুল ইসলাম ও তার পরকীয়া প্রেমিকা শামীমা আক্তারকে। কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজুলকে গ্রেপ্তার করে ঢাকায় আনে ডিবি পুলিশ। শামীমাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব-০৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আরও পড়ুন: বিগো লাইভে’ পরিচয় থেকে ত্রিভুজ প্রেম—বন্ধুর হাতে খুন আশরাফুল

তিনি বলেন, ১১ নভেম্বর ২০২৫ রাত ৮টায় ব্যবসায়ী আশরাফুল হক তার ব্যবসা সংক্রান্ত পাওনা আদায়ের জন্য একই গ্রামের বন্ধু জরেজুল ইসলাম-এর সঙ্গে রংপুর থেকে ঢাকায় রওনা হন। পরের দিন সকাল থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। ১৩ নভেম্বর হাইকোর্টস্থ পানির পাম্প সংলগ্ন দুটি নীল রংয়ের ড্রামে ২৬ খণ্ডে বিভক্ত অজ্ঞাত লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। লাশের আঙ্গুলের ছাপ বিশ্লেষণ করে তা আশরাফুল হক হিসেবে নিশ্চিত করা হয়। পরে ভিকটিমের বোন হত্যার মামলা দায়ের করলে র‌্যাব তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।

র‌্যাব অধিনায়ক বলেন, গ্রেফতারকৃত শামীমা আক্তারের দেওয়া তথ্য ও তার মোবাইল ফোন বিশ্লেষণে জানা যায়, হত্যার প্রধান আসামি জরেজের সঙ্গে শামীমার এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে বলেছিল, এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা আদায় করা যাবে; যার মধ্যে জরেজ ৭ লাখ এবং শামীমা ৩ লাখ টাকা ভাগ করবে। পরিকল্পনা অনুযায়ী শামীমা এক মাস আগে থেকে মোবাইল ফোনে আশরাফুলের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং নিয়মিত অডিও-ভিডিও কলে কথোপকথন চালায়।

আরও পড়ুন: ড্রামভর্তি মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, মূল হোতা গ্রেপ্তার

লে. কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, ১১ নভেম্বর রাত ৮টায় জরেজ ও আশরাফুল ঢাকায় এসে শনির আখড়ার নূরপুর এলাকায় তিনজন মিলিত হয়ে একটি বাসা ভাড়া করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শামীমা আশরাফুলকে ঘুমের ঔষধ খাইয়ে হালকা অচেতন করে। পরে জরেজ অতিরিক্ত ইয়াবা সেবন করে অচেতন অবস্থায় আশরাফুলকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। মুখ কসটেপ দিয়ে আটকানোর কারণে আশরাফুল শ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই মারা যান। হত্যার পর জরেজ ও শামীমা বাসায় অবস্থান করেন এবং শারীরিক সম্পর্ক করেন।

‘১৩ নভেম্বর সকালে জরেজ নিকটস্থ বাজার থেকে চাপাতি ও দুটি ড্রাম সংগ্রহ করে লাশ ২৬ খণ্ডে ভাগ করে ড্রামে ভরে রাখে। দুপুর ২টা ৪৩ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি নিয়ে ২টা ৫২ মিনিটে বাসা থেকে রওনা হয়। ধরা পড়ার আশঙ্কায় সিএনজি পরিবর্তন করে অন্য একটি সিএনজিতে রওনা হয়। ৩টা ১৩ মিনিটে হাইকোর্ট মাজার গেইটের কাছে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশভর্তি ড্রাম দুটি প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে ফেলে দ্রুত হাইকোর্ট এলাকা ত্যাগ করে সায়দাবাদে চলে যায়।’

র‌্যাব বলেন, পরবর্তীতে জরেজ শামীমাকে কুমিল্লায় তার নিজ বাড়িতে যাওয়ার নির্দেশ দেন এবং নিজে রংপুর ফিরে যান। শামীমার তথ্য অনুযায়ী, হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা পায়জামা-পাঞ্জাবী, দড়ি, কসটেপ, একটি গোলগলা গেঞ্জি ও হাফ প্যান্ট উদ্ধার করা হয়েছে। হত্যার মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা উপার্জন, তবে পূর্ব শত্রুতা আছে কি না তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসা করে জানা যাবে। গ্রেফতারকৃত শামীমা আক্তারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত জোট, কোন দল কতটি আসন পে…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নিজেদের ভোট দিয়ে হিসাব নিয়ে ঘরে ফিরতে যুবকদের আহ্বান জামায়া…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের অনুমতি দিল নির্বাচন কমিশন
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬০ জন
  • ১৫ জানুয়ারি ২০২৬
এটা ঐতিহাসিক যাত্রার ঐতিহাসিক মুহূর্ত: নাহিদ ইসলাম 
  • ১৫ জানুয়ারি ২০২৬
চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান শাহীন না ফেরার দেশে
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9