ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী মামুন’

তারিক সাইফ মামুনকে গুলি করছে দুর্বৃত্তরা
তারিক সাইফ মামুনকে গুলি করছে দুর্বৃত্তরা  © টিডিসি সম্পাদিত

রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী মামুন’ বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হন মামুন। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে মামুনের বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

নিহত তারিক সাইফ মামুনকে (৫৫) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) আহসান উদ্দিন সামি বলেন, যারা গুলি চালিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত মামুনের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনার বিষয়ে জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তার পরিচয় শনাক্ত করেন। গাজীপুরে তাদের পরিচয় হয়েছিল।

আরও পড়ুন: ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

জাতীয় পরিচয়পত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মামুনের বাবার নাম এসএম ইকবাল। তার বাড়ি লক্ষ্মীপুর সদরের মোবারক কলোনি এলাকায়। ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে গিয়ে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, গুলির পর আহত অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির কোতোয়ালি জোনের এসি ফজলুল হক জানান, নিহত ব্যবসায়ীর বয়স আনুমানিক ৫০ বছর। ন্যাশনাল মেডিকেল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে। পরে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ