সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

০৭ নভেম্বর ২০২৫, ০১:৫৩ PM
গ্রেপ্তারকৃত আসামি

গ্রেপ্তারকৃত আসামি © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারণায় হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেতা মামুন হাওলাদারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৭ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বাউফল থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নগরের হাট ও কাশিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন হাওলাদার (৩৪) নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। অপর গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন (৪৫) আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক  সহ-সভাপতি। ডিবির দাবি, স্থানীয়রা মামুন হাওলাদারকে ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করেন, তিনি বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ডিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের সামনে দেশীয় অস্ত্র প্রদর্শন, নির্বাচনী প্রচারণায় হামলা ও প্রতিপক্ষ দমনে মারধর, ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামুন হাওলাদারের বিরুদ্ধে বাউফল ও দশমিনা থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট ৮টি মামলা চলমান। শাহাবুদ্দিনের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জসিম উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বাউফল থানা পুলিশের অফিসিয়াল আবেদনের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করেছে আমাদের একটি টিম।  গ্রেপ্তারকৃত আসামিদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।‘

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, গ্রেপ্তারকৃত দু’জনকে আজ আদালতে সোপর্দ করা হবে।

 

ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!