‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে শিশুটিকে তুলে নিয়ে যায় তারা

৩০ অক্টোবর ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৩ PM
অপহরণকারী চক্রের মূলহোতা স্বপন সর্দার ও তার দুই স্ত্রী

অপহরণকারী চক্রের মূলহোতা স্বপন সর্দার ও তার দুই স্ত্রী © সংগৃহীত

'আবিষ্ট পন্থা' বা 'শয়তানের নিঃশ্বাস' ব্যবহার করে অপহরণের শিকার হওয়া এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। এরই মধ্যে ঘটনার সাথে জড়িত অপহরণকারী চক্রের মূলহোতা স্বপন সর্দার ও তার দুই স্ত্রী মোছা.বিউটি বেগম এবং নার্গিস বেগমকে গ্রেপ্তার করেছে র‍্যাব -৪।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  সকালে রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান, র‍্যাব-৪ এর স্পেশাল কোম্পানির কোম্পানি কমান্ডার মো. আমিনুর রহমান।

তিনি বলেন, গত ২৩ অক্টোবর মিরপুর ১১ নম্বরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ৪ বছরের শিশু নিখোঁজ হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে, নিখোঁজের ছয়দিন পর কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। 

আমিনুর রহমান বলেন, কথিত 'শয়তানের নিঃশ্বাস' বা 'আবিষ্ট' পন্থা ব্যবহার করে সম্মোহিত করেই নিয়ে যাওয়া হয় শিশুটিকে। ২ লাখ ৫০ হাজার টাকায় নিঃসন্তান দম্পতির কাছে এই শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। জ্বীনের বাদশা পরিচয় দিয়ে এরই মধ্যে কয়েক হাজার টাকা নেয়া হয়েছে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে আটককৃতরা সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় র‍্যাব। 

তিনি জানান, ভিকটিমের মা বিগত তিন বছর আগে মারা যায়। এরপর থেকে ভিকটিম তার বাবা ও দাদা-দাদীর সাথে পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকার একটি বাসায় বসবাস করত। গত ২৩ অক্টোবর ৪ বছর বয়সী কন্যা শিশুটি সবার অগোচরে বাসার সামনে থেকে নিখোঁজ হয়।

পরবর্তীতে ভিকটিমের পরিবার কন্যা শিশুটিকে খুঁজে না পেয়ে নিখোঁজ সংক্রান্তে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার পরপরই পুলিশের পাশাপাশি র‍্যাব-৪ এর স্পেশাল কোম্পানি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম নিখোঁজের রহস্য উদ্‌ঘাটনে ছায়াতদন্ত শুরু করে।

বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি একটি অপহরণ ঘটনা বলে বুঝতে পারে এবং ২৯ অক্টোবর পল্লবী থানাধীন রংধনু কনভেনশন সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে অপহরণকারীর মূলহোতা স্বপন সর্দারকে আটক করা হয়।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে অপহরণকৃত শিশুটিকে সে কথিত শয়তানের নিঃশাস ব্যবহার করে তার নিজ আয়ত্বে নিয়ে মিরপুর-১২’তে ২য় স্ত্রী বিউটি বেগমের বাসায় নিয়ে রেখেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে তার ২য় স্ত্রীকেও র‍্যাব হেফাজতে নেওয়া হয় এবং তাদের উভয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় একটি ভাড়া বাসায় স্বপন সর্দার এর প্রথম স্ত্রীর নিকট অপহৃত শিশুকে আটক করে রাখা হয়েছে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে কেরানীগঞ্জ থানাধীন ওই বাসায় অভিযান পরিচালনা করে অপহৃত ৪ বছর বয়সি কন্যা শিশুটিকে উদ্ধার এবং তার প্রথম স্ত্রী নার্গিস বেগমকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের পর ৫০তম বিসিএস পরীক্ষার দাবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
বেতন কাঠামোতে শিক্ষকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হলে শিক্ষাব্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুয়েটে অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না
  • ১৬ জানুয়ারি ২০২৬
দশ দেশের সেরা স্কলারশিপ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9