এক হাজার টাকা ঋণ শোধ করতে না পারায় বৃদ্ধের ঘরের টিন খুলে নিল পাওনাদার
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ AM
গাইবান্ধার সাদুল্যাপুরে এক হাজার টাকা ঋণ শোধ না পেয়ে এক দরিদ্র বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে যায় ঋণদাতা। গত ২৮ সেপ্টেম্বর ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামের এ ঘটনার শিকার হন ষাটোর্ধ্ব মতিয়ার রহমান।
জানা যায়, মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিতে পারায় সুরুজ মিয়া সরাসরি মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে জোরপূর্বক বসতঘরের চাল থেকে ১০-১২টি টিন খুলে নিয়ে যান।
ঘটনাটির শিকার বৃদ্ধের স্ত্রী জমিলা বেগমের আহাজারি এখনও থামেনি। তিনি বলেছেন, এটাই আমাদের একমাত্র আশ্রয়। অনেক কাঁদলাম, অনেক মানা করলাম, কিন্তু সে কোন কথা শুনল না। এখন বৃষ্টিতে আমরা ভেসে যাবো।
জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও পুলিশ প্রাথমিকভাবে হস্তক্ষেপ করে সুরুজ মিয়াকে টিন ফেরত দিতে বললেও, বাস্তবে এখনও কোনো প্রতিকার পায়নি এই অসহায় পরিবারটি।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নিজে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করেছি, কিন্তু সুরুজ মিয়া আমার কথাও মানেনি।
এ ঘটনায় দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনা সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।