হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান

হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান
হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান  © সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের রাজধানীর চকবাজারের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার পর ‘গুলশান আরা মাসুদ’ নামের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ভবনটির আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। তবে কী কারণে এই অভিযান, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন, অভিযান সম্পর্কে বিস্তারিত জানা নেই।তবে তারা আমাদের কাছে পুলিশ চেয়েছিল, সে অনুযায়ী সহায়তা করতে আমরা পুলিশ দিয়েছি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে কারাগারে আছেন। হাজী সেলিমের আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন। 


সর্বশেষ সংবাদ