দ্রুতগামী বাসের চাপায় প্রাণ গেল মাইক্রোবাস চালকের

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল চত্ত্বরে দ্রুতগামী বাসচাপায় মোহাম্মদ সোহেল (৪০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ী এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক এবং বৈরাগে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানেল মোড়ে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন ও সাইনবোর্ডের কারণে দৃশ্যমানতা কম থাকায় হঠাৎ করে আসা বাসটি দেখতে পাননি সোহেল। এতে বাসচাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাস নিয়ে পালানোর চেষ্টা করলে শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে চালক কবির হোসেন (৪২) ও তার সহকারী সাগর আহমদ (২২) কে আটক করে পুলিশ। কবিরের বাড়ি জামালপুর এবং সাগরের বাড়ি টাঙ্গাইলে।

খবর পেয়ে রাতেই মইজ্জারটেক চত্বরে স্থানীয় চালক ও যাত্রীরা বিক্ষোভ করেন। পরে পুলিশ আটক বাসচালক ও সহকারীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিহতের শ্যালক মোহাম্মদ আরিফ বলেন, “আমার বোনজামাই গাড়ি রেখে টানেল চত্ত্বর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।”

আনোয়ারা কার-মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম অভিযোগ করে বলেন, “বাসটি নিয়ম মেনে গোলচত্বর ঘুরলে সোহেল মারা যেতেন না। চালক ও সহকারীর অবহেলাই এই মৃত্যুর জন্য দায়ী।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাসচালক ও সহকারীকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধনের পর থেকে ভেতরে-বাইরে এ পর্যন্ত ১১টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। সর্বশেষ গত ২৪ জুন টানেলের পতেঙ্গা প্রান্তে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন আহত হন।

রাজবাড়ীতে যুবককে পিটিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজশাহী-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় সুখবর পেলেন ২০ প্রার্থী, কোন দলের ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
১০ দলের ৪৭ আসন ভাগ কবে, কীভাবে—নির্বাচনী ইশতেহার কেমন হবে?
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9