প্রেমিকের বিয়ে ভাঙায় তরুনীর আত্মহত্যার চেষ্টা

বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা যুবতীর
বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা যুবতীর  © টিডিসি ফটো

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকা এক ২৪ বছর বয়সী তরুনী বিয়ে ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার রণি আহমদ সাকিব নামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন ওই তরুনী। পারিবারিক আপত্তি থাকা সত্ত্বেও প্রেমের সম্পর্ক চালিয়ে যান তারা।

গত রবিবার (২২ সেপ্টেম্বর) তরুনী কাউকে কিছু না জানিয়ে সাকিবের সঙ্গে ঘর ছাড়েন এবং তার বাড়িতে অবস্থান করেন। পরদিন সোমবার সাকিব তাকে বিয়ে করার কথা বলে কাজী অফিসে নিয়ে যান। তবে অভিযোগ রয়েছে, সেখানে গিয়ে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান সাকিব।

আরও পড়ুন: বিসিএসের নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধন হচ্ছে!

অভিযোগে আরও বলা হয়, বিয়ের কাবিননামা প্রস্তুতের জন্য সাকিব তরুনীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি যুবতীকে ‘নষ্টা-ভ্রষ্টা’ বলে গালাগাল করেন ও অপমানজনক আচরণ করেন।

এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তরুনী। একপর্যায়ে নবীগঞ্জ বাজার থেকে একটি ছোট ছুরি (চাকু) কিনে নিজের হাতের রগ কাটেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ