পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

 পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন
পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন   © সংগৃহীত

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় তিনি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হাতে আটক হন। পরে দিবাগত রাত পৌনে ১২টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

মেয়র মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির মামলা চলমান রয়েছে বলে জানায় পুলিশ। পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)   অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালীর প্রশাসনের সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ঢাকার বাড্ডা থানায় দায়েরকৃত হত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২০ জনের নাম উল্লেখ করা হয়। ওই মামলায় মহিউদ্দিন আহমেদ ১৩ নম্বর আসামি ছিলেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী জেলা কার্যালয় ও প্রধান কার্যালয়ে তার বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলার তদন্ত চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence