আমগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা © টিডিসি ফটো
নওগাঁর পোরশা উপজেলায় এক দরিদ্র চাষীর দুই বিঘা জমিতে লাগানো তিন বছরের ৩৫০টি আমগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক মিজানুর রহমান।
জানা যায়, উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম কাঁইয়া পাড়ার মৃত সাদিক আলীর ছেলে মিজানুর রহমান প্রায় ১১ বছরের জন্য বড়গ্রাম মৌজার ৬৬ শতক জমি পোরশা গ্রামের শফিউদ্দিনের কাছ থেকে লিজ নেন। শর্ত অনুযায়ী প্রতি বছর তাকে ৫০ হাজার টাকা ভাড়া দিতে হয়। ওই জমিতে তিনি আম্রপালি ও বারি ফর জাতের ৩৫০টি আমগাছ রোপণ করেছিলেন।
গাছগুলোর বয়স ছিল তিন বছর। আগামী বছর থেকে এসব গাছ থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আয় হওয়ার কথা ছিল। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সব গাছ কেটে ফেলায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।
আরও পড়ুন: শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন জরিপে ইবি উপাচার্য পেলেন ২.৪৫, মোট নম্বর কত?
মিজানুর রহমান জানান, সংসারে সচ্ছলতা ফেরাতে তিনি এই বাগান করেছিলেন। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার বাগান নষ্ট করে দেওয়া হয়েছে। এতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর প্রতিবেশীরা তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরে তিনি পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিজানুর রহমান অভিযোগ করেন, গত বছর গ্রামবাসীর কয়েকজন তার জমির একটি অংশ রাস্তা করার প্রস্তাব দেন। জমির মালিক ও তিনি এতে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে তার সন্দেহ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।