রঙ করার আগেই ভাঙা হলো গাজীপুর মন্দিরের প্রতিমা

রঙ করার আগেই ভাঙা হলো মন্দিরের প্রতিমা
রঙ করার আগেই ভাঙা হলো মন্দিরের প্রতিমা  © টিডিসি ফটো

গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে দুর্গাপূজার জন্য তৈরি করা ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। যদিও প্রতিমাগুলো এখনও রঙ করা হয়নি, আংশিক প্রস্তুত অবস্থায় ছিল। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কাশিমপুর থানা পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও কাশিমপুর শ্মশান মন্দিরে দুর্গাপূজার আয়োজন চলছে। সে অনুযায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। গতকাল দুপুরে বৃষ্টি শুরু হলে কারিগর ও স্থানীয়রা কাজ বন্ধ রেখে মণ্ডপ ত্যাগ করেন। সন্ধ্যায় ফিরে এসে দেখতে পান, পাঁচ থেকে ছয়টি প্রতিমা ভাঙা, কিছু প্রতিমায় আঘাতের চিহ্ন।

অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রবীর দত্ত বলেন, ‘বুধবার প্রতিমা তৈরির কাজ শেষে ত্রিপল দিয়ে প্রতিমাগুলো ঢেকে রাখা হয়েছিল। বিকেলে কে বা কারা মণ্ডপে ঢুকে ৫-৬টি প্রতিমা ভেঙেছে, অন্যগুলোর গায়েও আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পূজার আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি বলে কোনো পাহারার ব্যবস্থা নেওয়া হয়নি। মণ্ডপ এলাকায় সিসিটিভি ক্যামেরাও ছিল না। তবে তারা জানান, প্রতিমাগুলো মেরামতের কাজ শুরু করা হবে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, চুরি করতে এসে কেউ মণ্ডপে ঢুকে প্রতিমা ক্ষতিগ্রস্ত করেছে। প্রতিমাগুলোর কাজ এখনো সম্পন্ন হয়নি। মন্দির কর্তৃপক্ষ প্রতিমাগুলো পুনরায় মেরামতের কথা জানিয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ