নুরাল পাগলা ইস্যুতে যা বললেন তাহেরী

আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী
আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী  © টিডিসি সম্পাদিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে মন্তব্য করে আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী বলেছেন, নুরাল পাগলা নামে একজন মানুষ মারা গেছে। তার জীবনে যদি অন্যায় করে থাকে, শিরক করে থাকে, তার জীবনে যদি ভান্ডামি থাকতো, মুসলমান হিসেবে দরকার ছিল- প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা। এভাবে তাকে গ্রেফতার করানো যেত।

একটি ধর্মীয় মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেছেন গিয়াস উদ্দিন তাহেরী। এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নুরাল পাগলা যখন মারা গেল, কবরের ভেতর থেকে আপনার লাঠি দিয়ে আঘাত করেছেন। কবর খুড়ে তার লাশ বের করলেন। উল্লাস করে স্লোগান দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, এখানে ৬০ বছরের মানুষ আছেন, ৭০ বছরের মানুষ আছেন, স্বাধীনতার আগে-পরের মানুষ আছেন, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন, কবর থেকে মুসলমানে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়েছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? আমরা কি বাংলাদেশ দেখছি? 

আরও পড়ুন: কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা, রাজবাড়ীতে উত্তেজনা

গত শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলের দাফন নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে কয়েক ফুট উঁচু বেদি তৈরি করে তাঁকে দাফন করার পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলেন স্থানীয় তৌহিদি জনতা। এর জেরে বিক্ষুব্ধ জনতা কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে পদ্মার মোড়ে অগ্নিসংযোগ করেন তারা।


সর্বশেষ সংবাদ