জাল সনদে চাকরির অভিযোগে দুই শিক্ষকের ‍বিরুদ্ধে তদন্ত শুরু

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ PM
জাল সনদ

জাল সনদ © ফাইল ছবি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীরজয়ান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের সনদের তদন্ত শুরু করেছে উপজেলা শিক্ষা দপ্তর।

জানা গেছে, বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান মণ্ডল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক মো. বাবুল আকতার দীর্ঘদিন ধরে ভুয়া নিবন্ধন সনদ ব্যবহার করে শিক্ষকতা করছেন। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক জোনাব আলীর সহযোগিতায় কামরুজ্জামান ২০০৬ সালের পাশ করা ৪১২৬১৩২৭ রোল নম্বরের ২য় শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করছেন। অন্যদিকে একই বছরের ১১২২০০৫৪ রোল নম্বরের সনদ ব্যবহার করছেন বাবুল আকতার। এভাবে তারা দীর্ঘদিন ধরে সরকারি কোষাগার থেকে লাখ লাখ টাকা বেতন-ভাতা উত্তোলন করে আত্মসাৎ করছেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক কামরুজ্জামান বলেন, ‘আমি এখন কিছুই বলতে পারব না।’ তার সনদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটাও আমি জানি না।’ অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক বাবুল আকতারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জোনাব আলী বলেন, ‘আমি এখনও চিঠি হাতে পাইনি। চিঠি পেলে নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব’।

নিয়ামতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহ আলম শেখ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ওই দুই শিক্ষককে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের শিক্ষক নিবন্ধন সনদপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সনদপত্র জাল প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে।’

জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন …
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসায় ফিরলেন ত…
  • ১৫ জানুয়ারি ২০২৬
টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার স্মরণে ডাকসুর ‘কাওয়ালি …
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9