জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুই ভাইকে হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
ভোলার চরফ্যাশনে জমি বিক্রির টাকা আত্মসাৎ করতে গিয়ে দুই ভাইকে গলা কেটে হত্যা ও মরদেহ পুড়িয়ে গুমের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দু’জনকে স্বল্পমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আসলামপুর ইউনিয়নের মো. বেল্লাল (৩৭), দক্ষিণ চর মানিকার ইউনিয়নের মো. সালাউদ্দিন (৩০) এবং মো. শরিফুল ইসলাম। এদের মধ্যে শরিফুল ইসলাম কারাগারে থাকলেও বাকি দুইজন রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।
এছাড়া মামলার অপর দুই আসামি মো. আবুল কাসেমকে ৫ মাসের এবং মো. আবু মাঝিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২১ সালের ৭ এপ্রিল জমি বিক্রির টাকার জন্য দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীলকে গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে গুমের চেষ্টা করেন পাঁচ অভিযুক্ত। ঘটনার একদিন পর সুন্দরী খাল এলাকার একটি বাগান থেকে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মরদেহের মাথা দুটি তখনও খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত হয়। এ ঘটনায় নিহতদের ছোট ভাই নিপেন চন্দ্র সরকার চরফ্যাশন থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ একটি সেপটিক ট্যাংক থেকে দুটি মাথার খুলি উদ্ধার করে। এরপরেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়।
চরফ্যাশনের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরণ জানান, এই জোড়া খুনের মামলায় দীর্ঘ শুনানি শেষে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে তিনি মনে করেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।