ভুয়া সনদে শিক্ষকতা, তদন্তে প্রমাণিত হওয়ায় বিদ্যালয় থেকে বহিষ্কার
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:২৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:১৫ PM
কক্সবাজারের মহেশখালী উপজেলার জেএম ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) তোয়াহার উদ্দিনের শিক্ষক নিবন্ধন সনদ ভুয়া প্রমাণিত হয়েছে। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত তদন্ত বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিদ্যালয় প্রাঙ্গণে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। তদন্তকালে অভিযোগকারী, অভিযুক্ত শিক্ষকরা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তদন্তে তোয়াহার উদ্দিনের শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করে দেখা যায়, তা বাংলাদেশ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক ইস্যুকৃত নয় বরং একটি জাল দলিল। এই ভুয়া সনদের ভিত্তিতে সরকারি চাকরিতে যোগদান করা প্রতারণা ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করে এবং সেই সিদ্ধান্ত তদন্ত দলের কাছে উপস্থাপন করে।
তদন্তে আরও জানা যায়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধেও আর্থিক অনিয়ম ও তহবিল আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত আর্থিক অডিটের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাইদুল ইসলাম বলেন, ‘তোয়াহার উদ্দিনের ভুয়া নিবন্ধন সনদের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করেছি। তদন্তে সনদ জাল প্রমাণিত হওয়ায় আমরা তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার গুণগত মান ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইচার লিটন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে সততা ও স্বচ্ছতা রক্ষার দায়িত্ব সকলের। তোয়াহার উদ্দিনের বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তদন্তে সহায়তা করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য নিয়োগ প্রক্রিয়ায় আরও কঠোরতা আরোপ করা হবে।’
এ ঘটনায় জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।