নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নঈম নিজাম
নঈম নিজাম  © সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (২৭ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন। আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

মামলাটি ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়ের করেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৭ ও ৮ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ইনসাইডার-এ প্রকাশিত সংবাদে বাদী সম্পর্কে মিথ্যা ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়।

সিআইডির তদন্তে তিনজনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তী শুনানির জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এ মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে সিআইডি মামলাটির তদন্ত শুরু করে এবং ২০২৩ সালের ২০ নভেম্বর তদন্ত কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম নঈম নিজামসহ তিনজনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন।


সর্বশেষ সংবাদ