অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ, দোষীদের শাস্তির দাবি
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৭:৫৬ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১১:৩৫ AM
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট বিতরণের অভিযোগ উঠেছে। গত ১৬ জুলাই সবুজবাগসহ আশপাশের এলাকা থেকে আসা নারীদের এসব ঔষধ দেওয়া হয় বলে জানা গেছে। এর মধ্যে বেশ কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে বুধবার (১৭ জুলাই) বেশ কয়েকজন নারী ও তাদের স্বজনরা জড়িতদের শাস্তি দাবীতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
সবুজবাগ এলাকার ভুক্তভোগী বৃষ্টি আক্তারের স্বামী রনি খান জানান, তার স্ত্রী ঔষধ গ্রহণের পর অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয়। পরবর্তীতে ঔষধের মোড়কে মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে তিনি বিষয়টি জানতে পারেন।
বৃষ্টি জানান, ওইদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু তাকে ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট দেন। পরে জানা যায়, এই ঔষধগুলোর মেয়াদ গত মে মাসেই উত্তীর্ণ হয়েছিল।
তবে অভিযুক্ত স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান বলেন, ‘আমার কোনো দায় নেই। যে-সব ঔষধ আমাকে দেওয়া হয়েছে, আমি সেগুলোরই বিতরণ করেছি।’ তিনি কতজন নারীর মধ্যে ঔষধ বিতরণ করেছেন, সে প্রশ্নের জবাব দেননি।
আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘ঔষধ বিতরণে অনিয়ম হয়েছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, ‘ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’