দগ্ধ হয়ে মৃত্যুর মিছিল, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা

এখন পর্যন্ত দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে
এখন পর্যন্ত দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে  © সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক । এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আজ বেলা পৌনে ৫টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান।  

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা। জানা গেছে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থীর নাম মো. জোনায়েদ হাসান। তার আইডি কোড নম্বর ২০৬৬। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। অপরজন নাম মো. তানভীর আহমেদ। সে একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ছাড়াও মারা গেছেন বিমানের চালক ফ্ল্যাইট লেফট্যানেন্ট তৌকির ইসলাম সাগর। 

সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একে পর এক অগ্নিদগ্ধকে নেওয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বেলা সাড়ে ৪টা পর্যন্ত খবর অনুযায়ী, সেখানে অন্তত ৫০ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দগ্ধদের অধিকাংশই শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, ‘উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশুসহ অন্তত ৩০ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। তিনি আরও বলেন, একের পর এক দগ্ধদের এখানে আনা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়বে বলে মনে হচ্ছে আমাদের।’

এ পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ২৮ জনের নাম পাওয়া গেছে। দগ্ধরা হলেন, শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।


সর্বশেষ সংবাদ