সেনাবাহিনীর হাতে ৭ জন আটক © সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে ঘিরে সহিংসতা, সড়ক অবরোধ, নাশকতা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সূত্র জানায়, কংশুর এলাকায় একদল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জমায়েত হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।
এর আগে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জে একাধিক স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে বাধা ও হামলার ঘটনা ঘটে। হামলার শিকার হয় পুলিশের গাড়ি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহর। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীকেও মাঠে নামানো হয়।
পরে কংশুর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
জেলা প্রশাসনের এক মুখপাত্র জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত রাখতে সর্বোচ্চ সতর্ক রয়েছে।