ভালুকায় মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ১১:২৮ AM
ময়মনসিংহের ভালুকায় এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তানকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ও নিহত গৃহবধূর দেবর নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তার নজরুলকে ভালুকায় নিয়ে আসা হচ্ছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার নজরুল। তবে কী কারণে সে হত্যা করেছে, তা জানা যায়নি।
গত রবিবার রাতে ভালুকা উপজেলা সদরের টিঅ্যান্ডটি রোডের একটি বাসায় গৃহবধূ ময়না বেগম ও তার সাত বছরের কন্যা রাইসা জান্নাত ও দুই বছরের ছেলে নিরবকে গলা কেটে হত্যা করে গৃহবধূর দেবর নজরুল ইসলাম। এ ঘটনায় ময়নার স্বামী বাদী হয়ে তার ছোট ভাই নজরুল ইসলামকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন।
পুলিশ ও নিহত ময়না বেগমের স্বামী রফিকুল ইসলাম জানান, প্রায় দেড় মাস আগে ময়মনসিংহের ভালুকার টিঅ্যান্ডটি রোডে একটি বাসা ভাড়া নেন পোশাকশ্রমিক রফিকুল ইসলাম। সঙ্গে ওঠেন স্ত্রী ময়না বেগম, মেয়ে রাইসা, ছেলে নিরব ও ছোট ভাই নজরুল ইসলাম।
অন্যান্য দিনের মতো রবিবার নাইট শিফট থাকায় রাতে কাজে যান রফিকুল। সকালে বাসায় ফিরে বাইরে থেকে ঘরে তালা দেখতে পান তিনি। পরে প্রতিবেশীদের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকলে, খাটের ওপর স্ত্রী সন্তানদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন রফিকুল। পরে ঘটনাস্থল আসেন পুলিশ, পিবিআই, র্যাব ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।
এ ঘটনার পর রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম পালিয়ে যায়। তবে তার রুম থেকে উদ্ধার হয় রক্ত মাখা দা ও পোশাক।