ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, অপরাধীদের ধরতে আল্টিমেটাম

১১ জুলাই ২০২৫, ১২:৫৩ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM
মানববন্ধনে অংশ নেন টঙ্গীর বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী

মানববন্ধনে অংশ নেন টঙ্গীর বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র মাহফুজুর রহমানের হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী ও যুবসমাজ। শুক্রবার (১১ জুলাই) দুপুরে টঙ্গী কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন টঙ্গীর বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাকিব হোসেন বাপ্পি। বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, জামায়াতে ইসলামীর নেতা নেয়ামতুল্লাহ ভূঁইয়া, মোতাহার হোসেন মোহন, আপ বাংলাদেশের প্রতিনিধি নোমান, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরের প্রচার সম্পাদক হাবিবুর রহমান সুজনসহ নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা।
 
মানববন্ধন থেকে প্রভাষক বশির উদ্দিন বলেন, ‘টঙ্গী শহর আর নিরাপদ নয়। মামলা থাকা সত্ত্বেও খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কখনো শিক্ষার্থী, কখনো শ্রমিক—প্রতিদিন কেউ না কেউ ছিনতাইকারীদের হাতে প্রাণ হারাচ্ছে। আমরা ছিনতাইকারীদের তালিকা প্রশাসনকে দিয়েছি। কিন্তু প্রশাসন ব্যর্থ তাদের মদদদাতাদের ধরতে। প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো।’
 
মানববন্ধনে বক্তারা পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, মাহফুজ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে ছাত্র ও যুবসমাজ কঠোর কর্মসূচির ঘোষণা দেবে। একই সঙ্গে টঙ্গীতে পুলিশি টহল জোরদারেরও দাবি জানান তারা।
 
মানববন্ধন শেষে ‘মাহফুজ হত্যার বিচার চাই’ স্লোগান দিতে দিতে একটি বিক্ষোভ মিছিল টঙ্গী কলেজ গেইট থেকে পূর্ব থানার দিকে রওনা দেয়। মানববন্ধনে অংশগ্রহণকারী টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী ফারবেজ অভিযোগ করেন, ‘প্রতিদিন সন্ধ্যার পর টঙ্গী ফ্লাইওভার, স্টেশন রোড, চেরাগ আলী মোড় ও গাজীপুরা এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। সাধারণ মানুষ প্রতিনিয়ত জীবন ও সম্পদ হারাচ্ছেন। অথচ প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।’
 
প্রসঙ্গত, নিহত মাহফুজুর রহমান বরিশালের সৈয়দ হাতেম আলী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছালে একদল ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিতে চায়। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। ডান উরুর পেছনে গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
 
ঘটনাস্থলে দায়িত্বরত ডিএমপির পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে সিএনজিযোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। আমরা মাঠে আছি। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9