শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৬:১৯ PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া (৫০ বছর) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৯ জুন) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
এর আগে, গত শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়া একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত হাবিল মিয়া শুক্রবার বিকেলে প্রতিবেশী ওই শিশুকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে যৌন নিপীড়নের পর পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সঙ্গে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন নির্যাতনের শিকার শিশুটির বাবা।
আরও পড়ুন: মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেপ্তার
এদিকে, পরদিন শনিবার রাতে গ্রামবাসীরা হাবিলকে এলাকায় দেখতে পেয়ে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন হাবিল। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গণপিটুনির ঘটনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।