আটককৃত মো. মাসুদ রানা © সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে মানবকঙ্কালসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (২০ জুন) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, আটক হওয়া ব্যক্তির নাম মো. মাসুদ রানা (২২)। তিনি শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। তিনি কঙ্কাল চোর চক্রের সদস্য।
সেনাবাহিনী ক্যাম্পের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে মাসুদ নামের এক ব্যক্তি ও তার সহযোগী তিনটি স্কুল ব্যাগে মানব কঙ্কাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হন। তারা মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে উঠছিলেন। এ সময় যৌথবাহিনীর তল্লাশি চৌকিতে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বাহিনী সদস্যরা জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাশির চেষ্টা করেন।
তল্লাশির মুখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় মেহরাবাড়ী বাজার এলাকা থেকে মাসুদকে আটক করা হয়। তবে তার সহযোগী পালিয়ে যায়। পরে ব্যাগগুলো খুলে দেখা যায়, সেখানে তিনজন মানুষের মাথার খুলি ও কঙ্কাল রয়েছে। জব্দকৃত কঙ্কালসহ মাসুদকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্য আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।