যশোরে তরুণীকে উত্ত্যক্ত করায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী

১২ জুন ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ১১:৪০ AM
আটক পাঁচজন

আটক পাঁচজন © সংগৃহীত

তরুণীকে উত্যক্ত করায় যশোরের ঝিকরগাছার গদখালীর টাওরা এলাকা থেকে চায়নিজ কুড়ালসহ পাঁচ তরুণকে আটক করেছেন সেনাসদস্যরা। বুধবার (১১ জুন) বিকেলে তাদের ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের নাঈম হোসেন (২১), মেহেদী মোড়ল (২০), শাওন হোসেন (২৫), মেহেদী হাসান আশিক (২২) ও বোধখানা গ্রামের ওয়ালিদকে (২০)।

ওসি জানান, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালীতে বেড়াতে যান। এ সময় টাওরা গ্রামের মোড়ে পাঁচ তরুণ রাকিবুল ও তার বান্ধবীকে উত্ত্যক্ত করেন। সে সময় একপথচারী সেনাসদস্যদের সাহায্য চাইলে দ্রুত তারা ঘটনাস্থল পৌঁছান এবং সেখান থেকে ওই পাঁচজনকে আটক করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চায়নিজ কুড়ালও উদ্ধার করেন। পরে সেনাসদস্যরা ঝিকরগাছা থানায় খবর দেন। পুলিশ পাঁচ তরুণকে একটি চায়নিজ কুড়ালসহ ঝিকরগাছা থানায় নিয়ে যায়।

‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫