ফেসবুকে নকল পণ্য বিক্রি: প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার

নকল পণ্যসহ গ্রেপ্তার রাজু মিয়া
নকল পণ্যসহ গ্রেপ্তার রাজু মিয়া  © টিডিসি ফটো

ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে নকল ওষুধ ও স্বাস্থ্য সাপ্লিমেন্ট বিক্রি করছিল একটি প্রতারক চক্র। এ চক্রের সক্রিয় সদস্য মো. রাজু মিয়াকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি চৌকস দল। অভিযান চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করেছে। বৃহস্পতিবার কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার (২৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রাজু মিয়া (২৩)। এ সময় তার হেফাজত হতে ১১৩ প্যাকেট নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ৯৫ প্যাকেট নকল ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি প্লাস্টিকের কৌটায় নকল ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ২০টি নকল ‘ডায়াকোর্স’ ঔষধ, ২৫টি খালি প্লাস্টিকের কৌটা (‘ডায়াকোর্স’ লেখা), ৪০টি ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ , ৪০টি ‘ডায়াকোর্স’ লেবেল, একটি মোবাইল ফোন ও  একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়। 

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়,  একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কাফরুল থানা এলাকায় ফেসবুক পেইজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ‘ডায়াকোর্স’ নামে নকল ঔষধ তৈরি ও বিক্রি করে আসছে। 

 এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পূর্ব শেওড়াপাড়ার আলহামদুলিল্লাহ হাউজে অভিযান চালিয়ে রাজু মিয়াকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য চার লক্ষ ১০ হাজার টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে ডিএমপির গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!