প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা

১৫ মে ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
দিলীপ কুমার সরকার

দিলীপ কুমার সরকার © টিডিসি

খুলনা নগরীর এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯ টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, গুলিবিদ্ধ ওই শিক্ষকের নাম দিলীপ কুমার সরকার। তিনি নগরীর তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর মিত্র 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় , জমিজমা সংক্রান্ত  বিরোধের জেরে গত কয়েকদিন ধরে কতিপয় সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে  বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলযোগে  দুই জন ব্যক্তি এসে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময়ে একটি গুলি তার বাম পায়ের হাটুর উপরে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। 

এ বিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর মিত্র বলেন, জমিজমা এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা সকল বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।    

আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!