চার বছর পর ব্লগার অভিজিৎ হত্যার চার্জশিট দাখিল

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৯ PM
অভিজিৎ রায়

অভিজিৎ রায় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের চার বছর পর অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের সংশ্লিষ্ট বিভাগে এ চার্জশিট জমা দেয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ।

চার্জশিটে মূল পরিকল্পনাকারী সৈয়দ মোহাম্মদ জিয়াউল হল ওরফে সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন- মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আকরাম হোসেন ওরফে আবির, মো. মুকুল রানা ওরফে শরিফুল ইসলাম ওরফে হাদী, মো. আরাফাত রহমান এবং শফিউর রহমান ফারাবী।

যুক্তরাষ্ট্র থেকে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি অভিজিৎ দেশে আসেন মা-বাবার সঙ্গে দেখা করার জন্য। ওই বছরই একুশে বইমেলায় তার দুটি বই প্রকাশিত হয়। ২৬ ফেব্রুয়ারি রাতে মেলা থেকে ফেরার সময় টিএসসি এলাকায় স্ত্রী বন্যা আহমেদসহ হামলার শিকার হন অভিজিৎ। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হলে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান তিনি। এছাড়া চাপাতির আঘাতে বন্যার বা হাতের বৃদ্ধাঙ্গুলও বিচ্ছিন্ন হয়ে যায়।

ব্লগার অভিজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়ের ছেলে। বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইট পরিচালনা করতেন তিনি। ২০১৫ সালে হুমকি থাকলেও বইমেলায় অংশ নিতে এসেছিলেন অভিজিৎ।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬