মহিলা আওয়ামী লীগের নেত্রীসহ গ্রেপ্তার ৪

আওয়ামী লীগের অঙ্গসংগঠনের গ্রেপ্তার করা চার নেতা
আওয়ামী লীগের অঙ্গসংগঠনের গ্রেপ্তার করা চার নেতা  © টিডিসি সম্পাদিত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। একই রাতে লালবাগ বিভাগের একটি দল কোতোয়ালী এলাকা থেকে ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মো. মাহবুব আলমকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার রাত ১১টার দিকে কোতোয়ালী থানাধীন ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কোতোয়ালী থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাগরকে। অভিযান চালায় ডিবি-সাইবার বিভাগের একটি দল।

এর আগে বিকেল পাঁচটার দিকে মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ–সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে অংশ নেয় ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি দল।

গোয়েন্দা পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় যুক্ত ছিল।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence