দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

০৫ মে ২০২৫, ১১:৫১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৫ PM
আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন © সংগৃহীত

‘ইসলামপুর রেলস্টেশনে টিকিট কালোবাজারি চক্রের হাতে যাত্রীরা অসহায়’ শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে জামালপুর রেলওয়ে পুলিশ। রবিবার (৪ মে) বিকেলে মেলান্দহ বাজার স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।       

রেলওয়ে পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনের কাছ থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ১২টি আসনের টিকিট, একটি স্মার্টফোন ও টিকিট বিক্রির ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আনোয়ার নিজের ও পরিচিতদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে গুগল ক্রোম ব্রাউজারে দুটি আলাদা আইডি খুলে প্রতিদিন ইসলামপুর-জামালপুর-ঢাকা রুটের ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। পরে তিনি এসব টিকিট গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞাপন দিয়ে ২৫০ টাকার টিকিট ৪৫০-৫০০ টাকায় বিক্রি করতেন। বিকাশ, নগদ ও রকেট অ্যাপের মাধ্যমে টাকা নিয়ে যাত্রীদের মোবাইলে পিডিএফ কপি পাঠাতেন।

পুলিশ আরও জানায়, তিনি শুধু নিজেই টিকিট সংগ্রহ করতেন না, বরং পরিচিত আরও কিছু কালোবাজারির কাছ থেকেও টিকিট সংগ্রহ করে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, আমরা রেলস্টেশন এলাকাকে নিরাপদ রাখতে দিনরাত কাজ করে যাচ্ছি। কালোবাজারি, পকেটমার, ছিনতাইকারী কিংবা মলম পার্টি কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে কয়েকজনকে জেলে পাঠানো হয়েছে, যার ফলে অপরাধ অনেকটাই কমেছে।

এর আগে, গত ২৯ এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসে ‘ইসলামপুর রেলস্টেশনে টিকিট কালোবাজারি চক্রের হাতে যাত্রীরা অসহায়’ শিরোনামে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশিত হয়।

অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমন নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দী…
  • ৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকমীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬