বিয়ের আলোচনা ঘিরে সংঘর্ষ, নিহত ১
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:১২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৯ PM
পটুয়াখালী সদর উপজেলায় বিয়ের আলোচনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বারেক ফকির (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (৩ মে) উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লাল মিয়া (৪৫), শরিফ মিয়া (৩৮), কামাল ফকির (৩০), রফিকুল ইসলাম (৪২) ও আজিজুল হক (৫০)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পারিবারিক বিয়ের আলোচনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি বারেক ফকির (৬৫) এলাকার একজন সম্মানিত প্রবীণ নাগরিক ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পাত্রের বাবা আজহার খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের বিষয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে মতবিরোধ চলছিল। নামাজ শেষে বিষয়টি নিয়ে বয়োজ্যেষ্ঠরা আলোচনা শুরু করলে একপর্যায়ে কথাকাটাকাটির জেরে শুরু হয় ধাক্কাধাক্কি এবং দ্রুতই তা রূপ নেয় সংঘর্ষে। এসময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। একপর্যায়ে বারেক ফকির মাথা ও বুকে আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এক জনকে আটকও করা হয়েছে।