২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

০২ মে ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
মো. ইখতিয়ার হোসেন তালুকদার ও মো. জাকির আলম ভূঞা

মো. ইখতিয়ার হোসেন তালুকদার ও মো. জাকির আলম ভূঞা

নেত্রকোনার কেন্দুয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইখতিয়ার হোসেন তালুকদার ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকির আলম ভূঞাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইখতিয়ার হোসেনকে বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জহুরপুর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। আর জাকির আলমকে বুধবার (৩০ এপ্রিল) বিকেলে গ্রেপ্তার করা হয় কমলপুর এলাকা থেকে।

গ্রেপ্তার ইখতিয়ার হোসেন উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জহুরপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে। আর জাকির আলম ভূঞা মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে। শুক্রবার (২ মে) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। 

জানা গেছে, গত ২১আগস্ট মোবারক হোসেনের দায়েরকৃত দোকান ভাংচুর, ২০ নভেম্বর জামাল উদ্দিনের দায়েরকৃত বিস্ফোরক এবং ৫ ডিসেম্বর মন্তাজ উদ্দিনের করা দ্রুত বিচার আইনে করা তিনটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আহবায়ক ইখতিয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরো পড়ুন: বনানীতে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ গেল পথচারীর

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান,  আসামিকে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। গত ১ সেপ্টেম্বর ২০২৪ সালে বিশেষ ক্ষমতা আইনে জাকির আলম ভূঞাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আরমান আলী এ তথ্য জানান।

ওসি মিজানুর রহমান বলেন, মামলার পর আসামিরা গাঁ ঢাকা দিয়েছিল। পুলিশ পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টার ব্যবধানে গত বৃহস্পতিবার  বিকেলের দিকে জহুরপুর গ্রামে অভিযান চালিয়ে ইফতেখারকে এবং বুধবার বিকেলে জাকিরকে কমলপুর থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। 

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি
  • ২৯ জানুয়ারি ২০২৬
একদিনে ইসির ১ লাখ ৯১ হাজার অর্থদণ্ড আদায়, কোন আসনে কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ঢাবি উপাচার্য
  • ২৯ জানুয়ারি ২০২৬
চেহারায় আমূল পরিবর্তন, জন আব্রাহামের স্বাস্থ্য নিয়ে উদ্বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফ্যাক্ট বিএনপির চেয়ারম্যান, কম যান না ডা. খালিদুজ্জামানও
  • ২৯ জানুয়ারি ২০২৬
সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি…
  • ২৯ জানুয়ারি ২০২৬