প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দিলেন মা, যা জানাল পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মে ২০২৫, ০১:০১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
মাদারীপুরের শিবচরে এক মা তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচ্চামারা এলাকায় আড়িয়াল খাঁ সেতুর ওপর এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।
জানা গেছে, ওই প্রতিবন্ধী শিশুর নাম নাসির উদ্দিন। তিনি উপজেলার বন্দর খোলা ইউনিয়নের সিকদার হাট কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে। নাসির উদ্দিন অন্ধ, হাত-পা চিকন, কথা বলতে পারে না।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই ছয় বছরের একটি মেয়ে ও প্রতিবন্ধী একটি ছেলেকে নিয়ে আড়িয়াল খাঁ সেতুর রেলিংয়ের উপরে বসে ছিল রিজিয়া বেগম নিলিমা নামের (৪৫) এক নারী। সেতুতে চলাচলকারীরা ওই মহিলাকে সাহায্য করতে চাইলে তিনি রাগান্বিত হতেন। পরে সেতুর ওপরে মানুষের চলাচল কিছুটা কমে এলে রেলিংয়ের ওপর থেকে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেন। দৃশ্যটি দেখে ফেলেন বিপরীত পাশে রেলিংয়ের উপরে থাকা স্থানীয় কিছু লোকজন।
পরে তারা এগিয়ে এলে ওই মা অকপটে স্বীকার করে বলেন, জন্মের পর থেকেই নাসির উদ্দিন প্রতিবন্ধী। হাত পা চিকন, কথা বলতে পারে না, চোখে দেখে না, দাঁড়াতেও পারে না। এদিকে স্বামী মারা যাওয়ার পর থেকে সংসারের বোঝা এখন তার ওপরে। জন্মের পর থেকেই প্রতিবন্ধী ছেলে আছে বাড়তি বোঝা হিসেবে। দীর্ঘ ১৫ বছর প্রতিবন্ধী সন্তানকে লালন-পালন করলেও সন্তানটি যেন এখন তার অভাবের সংসারে একমাত্র যন্ত্রণার কারণ এমনটি মনে করেই নিজের সন্তান নদীতে ফেলে দেন তিনি।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ওই নারীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। আজ সকালেও শিশুটিকে উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা চালাচ্ছে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রম চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
তিনি আরও বলেন, ওই নারীর স্বামী মারা গেছেন। তার ওপর ছেলে অন্ধ, কথা বলতে পারে না, শারীরিক সমস্যাও রয়েছে। সব মিলিয়ে তিনি হতাশা থেকে এ কাজ করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।