বাড়িতে একা পেয়ে ‘প্রতিবন্ধী’ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৩০ এপ্রিল ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৬ PM
দুর্গাপুর থানা, নেত্রকোনা

দুর্গাপুর থানা, নেত্রকোনা © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ওই গৃহবধূর শাশুড়ি বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।  

স্থানীয়, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই গৃহবধূর শাশুড়ি রান্না করতে যান। ঘরে তেল না থাকায় সড়কের পাশের দোকান থেকে তেল আনতে যান তিনি। এ সময় বাড়িতে একাই ছিলেন গৃহবধূ। তার স্বামীও কাজে বাইরে ছিলেন। কিছুক্ষণ পর শাশুড়ি বাড়ি ফিরে দেখেন পুত্রবধূ ঘরে নেই। এ সময় ডাক দিলে কোনো সাড়া না পাওয়ায় মুঠোফোনের লাইট জ্বালিয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বসতঘরের উত্তর পাশে প্রতিবেশী আবুল কাশেম ও ওই গৃহবধূকে দেখতে পান। পরে আবুল কাশেম দৌড়ে পালিয়ে যান। এ সময় ওই গৃহবধূ জানান, আবুল কাশেম তাকে মুখ চেপে ধরে মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার (ওসি) মাহমুদুল হাসান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার (৩০ এপ্রিল) আবুল কাশেমকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage