আওয়ামী লীগ নেতা মন্টু গ্রেপ্তার
- হবিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অসিত দাস মন্টু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে শহরের পোস্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দিলিপ কান্ত নাথ
জানা গেছে, গ্রেপ্তারকৃত অসিত দাস মন্টু হাসপাতাল সড়কের বাসিন্দা মৃত উপেন্দ্র চন্দ্র দাসের পুত্র। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলিপ কান্ত নাথ জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে অসিত দাস মন্টুকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার একজন আসামি।