ট্রাফিক পুলিশের কাজে বাধা, রিকশাচালক ও যাত্রীকে কারাদণ্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
রাজধানীর ব্যস্ত রাজপথে ট্রাফিক পুলিশের কাজে বাধা এবং আইন লঙ্ঘনের ঘটনায় এক রিকশাচালক ও এক অটোরিকশার যাত্রীকে তাৎক্ষণিক কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ম্যাজিস্ট্রেট। আজ রোববার (২৭ এপ্রিল) তাঁতীবাজার মোড় ও লালবাগের বটতলা মোড়ে এ দুটি ঘটনা ঘটে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বংশাল থানাধীন তাঁতীবাজার মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় মো. আখতার হোসেন নামের এক রিকশাচালক ট্রাফিক সিগন্যাল অমান্য করে সামনে এগিয়ে যান। পুলিশ থামার নির্দেশ দিলে তিনি উল্টো পুলিশের উপর হামলা করেন। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে মো. আখতার হোসেনকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০২ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে, একই দিনে দুপুরে লালবাগ থানার বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে ছুটে যায় একটি অটোরিকশা। পুলিশ সেটি থামাতে গেলে অটোরিকশার যাত্রী সোহেল রানা নামের এক ব্যক্তি পুলিশের সাথে দুর্ব্যবহার করে এবং এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাস্থলেই বিশেষ ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সংক্ষিপ্ত বিচার পরিচালনা করে সোহেল রানাকে সড়ক পরিবহন আইনের একই ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, রাজধানীতে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক নিয়ম ভঙ্গ এবং পুলিশের উপর হামলার মতো ঘটনাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক আইনের প্রতি সম্মান জানাতে মহানগরবাসী ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে ডিএমপি।