অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক ২

গোবিন্দগঞ্জ থানা
গোবিন্দগঞ্জ থানা  © ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী মুরাদ হোসেন (১৭) অপহৃত হওয়ার দুই ঘণ্টার মধ্যে পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে ফুলপুকুরিয়া কেন্দ্র থেকে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে বিকেল নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় ২ যুবককে আটক করা হয়েছে।  

মুরাদ হোসেন দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের বাসিন্দা এবং সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই তাকে অপহরণ করা হয়। ঘটনার খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।  

পুলিশ জানায়, মুরাদের বাবা আব্দুর রাজ্জাকের সক্রিয় ভূমিকা এবং স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ান প্রধানের ছেলে আপন (২০) এবং একই গ্রামের শাহজাহানের ছেলে ছানোয়ার হোসেন (১৮)। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকা থেকে মুরাদকে উদ্ধার করে।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযানে পুলিশ দ্রুত সাড়া দিয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। থানার এএসআই শরৎ চন্দ্র রায় বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।  

বর্তমানে মুরাদ তার পরিবারের সঙ্গে রয়েছেন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। তবে তার পরিবার পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence