চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

১৮ এপ্রিল ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
অভিযুক্ত তোতা শেখকে গ্রেপ্তার করে পুলিশ

অভিযুক্ত তোতা শেখকে গ্রেপ্তার করে পুলিশ © টিডিসি

চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্যাসিরচর ইউনিয়নের ‘রাজারচর মোল্লাকান্দি’ গ্রামের নিজবাড়ি থেকে অভিযুক্ত তোতা শেখকে গ্রেপ্তার করা হয় ।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে তোতা শেখকে আদালতে তোলা হয়।
 
মামলার এজাহারে বলা হয়, সপ্তাহখানেক আগে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে পাঁচ বছরের শিশুটি। ১৬ এপ্রিল বিকেলে শিবচর উপজেলার রাজারচর মোল্লাকান্দি গ্রামের প্রতিবেশী তোতা শেখ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার কক্ষে ডেকে নেন। ঘরের দরজা বন্ধ করে শরীরের অস্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও মুখ চেপে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান তোতা।

আরও পড়ুন: কুর্মিটোলা হাসপাতালে শয্যা-সংকট, বিড়ম্বনায় নতুন রোগীরা

তবে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা খুলতে বললে কৌশলে পালিয়ে যান অভিযুক্ত। পরে এ ঘটনায় ১৭ এপ্রিল শিশুটির নানি বাদী হয়ে শিবচর থানায় তোতার বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টা মামলা করেন। অভিযান চালিয়ে রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
 
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টা মামলায় তোতা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অভিযুক্তকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। এ ব্যাপারে তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

বিদেশি ব্যাট এনে দেশপ্রেমিক না সাজার আহ্বান, কাকে খোঁচা দিল…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বদলে বিশ্বকাপে খেলতে আগ্রহী এক অপ্রত্যাশিত দল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়েছে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage