পঞ্চগড়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানি করা সেই শিক্ষক কারাগারে

১৮ এপ্রিল ২০২৫, ০৯:২০ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
যৌন হয়রানির অভিযোগে আটকের দৃশ্য

যৌন হয়রানির অভিযোগে আটকের দৃশ্য © সংগৃহীত

পঞ্চগড়ে প্রাইভেট পড়ানোর সময় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক করা সেই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, আটক শিক্ষকের নাম মোস্তাফিজুর রহমান (৩২)। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ডাঙ্গা এলাকায়। তিনি পঞ্চগড় জেলা শহরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। একই সঙ্গে জেলা শহরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

এর আগে, বুধবার (১৬ এপ্রিল) দুপুরে আটকের পর ওই শিক্ষককে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর নিয়ে যায় তারা। সেখানে বিক্ষুব্ধরা অভিযুক্তকে নিয়ে অবস্থান নিলে বিকেলে পুলিশ আইনি প্রক্রিয়ার জন্য শিক্ষককে থানা হেফাজতে নেয়। 

পঞ্চগড় শহরের মসজিদ পাড়া এলাকায় ওই শিক্ষকের নাম বিহীন নিজস্ব কোচিং সেন্টারে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে এ ঘটনার বিচারের দাবিতে তাকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নেয় তারা।

পুলিশ বলছে, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলে এবং ঘটনার আলামত যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের মসজিদপাড়া এলাকায় গণিত বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান তার নামবিহীন টিনশেড কোচিং সেন্টারের পাঁচজন ছাত্রীকে নিয়ে উচ্চতর গণিত বিষয়ে প্রাইভেট পড়াচ্ছিলেন। পরে প্রাইভেট শেষে বাকি চারজন ছাত্রী চলে গেলেও একজন ছাত্রীর সঙ্গে যৌন হয়রানি শুরু করেন তিনি। পরে স্থানীয়রা টের পেয়ে ঘটনার ভিডিও ধারণ করে মুঠোফোনে। একই সময় স্থানীয়রা তাকে আটক করে। 

এদিকে খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে বিচারের দাবিতে ইজিবাইকে করে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিয়ে যান। পরে উত্তেজিত জনতা তাকে সেখানে ঘিরে ধরেন। খবর পেয়ে সদর থানা পুলিশের সদস্যরা সেখানে ছুটে যান। এ সময় ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। 

পরে তাকে পুলিশের হাতে তুলে দিলে থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে থানায় নেয়। এর আগে গত কয়েক মাস আগে ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেয় শিক্ষার্থীরা বলে তারা আরও জানান। তবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। 

এদিকে আটক থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে আপত্তিকর অবস্থায় থাকার কথা (কিস করার কথা) স্বীকার করেন।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বলেন, ‘ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা ঘটনার আলামত, ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। বর্তমানে ওই ছাত্রী তার পরিবারের জিম্মায় রয়েছে।’

কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতা হামিমকে দেখে খোঁজ নিলেন তারেক রহমান
  • ১২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীর কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস
  • ১১ জানুয়ারি ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৫ বিদ্রোহী নেতা
  • ১১ জানুয়ারি ২০২৬
১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9