নোয়াখালীতে মদসহ যুবলীগ নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

১৭ এপ্রিল ২০২৫, ০৩:১৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২১ PM
নাছির উদ্দিন টিটু

নাছির উদ্দিন টিটু © সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে চোলাই মদসহ নাছির উদ্দিন টিটু নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৬ এপ্রিল) রাতে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক টিটু (৪৩) অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি এলাকায় ফেরেন। এরপর চোলাই মদসহ ধরা পড়েন। অভিযুক্ত নেতার বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংকে মদদ দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের।

তবে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করে দাবি করেছেন, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই টিটুকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তার ভাষায়, “তিনি এখন এসব কর্মকাণ্ডে জড়িত নন।”

ঘটনার বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “টিটুর কাছ থেকে প্রায় ৪-৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।”

বৃহস্পতিবার সকালে তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

গণঅভ্যুত্থানের ১৭ মাস পেরিয়ে গেলেও হাসপাতালের বিছানাবন্দি ছ…
  • ০২ জানুয়ারি ২০২৬
রাতে ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
  • ০২ জানুয়ারি ২০২৬
আন্দোলনে বছরজুড়ে আলোচনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০২ জানুয়ারি ২০২৬
কারা থাকছে বিশ্বকাপ স্কোয়াডে, আলোচনায় নতুন-পুরাতন মুখও
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মা…
  • ০২ জানুয়ারি ২০২৬
তিউনিশিয়ার কারাবন্দী রশিদ ঘানুসির ছেলের সঙ্গে শিবির সেক্রেট…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!