নোয়াখালীতে মদসহ যুবলীগ নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

১৭ এপ্রিল ২০২৫, ০৩:১৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২১ PM
নাছির উদ্দিন টিটু

নাছির উদ্দিন টিটু © সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে চোলাই মদসহ নাছির উদ্দিন টিটু নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৬ এপ্রিল) রাতে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক টিটু (৪৩) অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি এলাকায় ফেরেন। এরপর চোলাই মদসহ ধরা পড়েন। অভিযুক্ত নেতার বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংকে মদদ দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের।

তবে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করে দাবি করেছেন, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই টিটুকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তার ভাষায়, “তিনি এখন এসব কর্মকাণ্ডে জড়িত নন।”

ঘটনার বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “টিটুর কাছ থেকে প্রায় ৪-৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।”

বৃহস্পতিবার সকালে তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে …
  • ২৮ জানুয়ারি ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে গেল আইইউটির ভিসি নিয়…
  • ২৮ জানুয়ারি ২০২৬
একটি দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্তির কর…
  • ২৮ জানুয়ারি ২০২৬
​২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ
  • ২৮ জানুয়ারি ২০২৬
মায়েদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার চালু করা হব…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage